'এরা তৃণমূলের বন্ধু। এদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। এরা রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়'। পুলিশকে নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। তিনি কটাক্ষ,'পুলিশ টু পাইস ফাদার মাদার'।