রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিমাণ DA দিতে গেলে রাজ্য সরকারকে কত টাকা খরচ হবে? আইনজীবী ফিরদৌস শামিম জানান,'১৯৮২-কে বেস ইয়ার ধরে ৫৩৬-কে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ হিসেব করতে হবে'। এই মুহূর্তে সম্পূর্ণ বকেয়া বেতন দিতে গেলে ৪০ হাজার কোটি টাকা লাগবে নবান্নের। ৫০ শতাংশ বকেয়া DA দিতে গেলে লাগবে ২০ হাজার কোটি টাকা। বকেয়া ২৫ শতাংশ DA দিতে খরচ হবে ১০ হাজার কোটি। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছেন, এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে।