জুলাইয়ে ভাসিয়ে দিয়েছে বর্ষা। রেকর্ড বৃষ্টি। সামনে পুজো। বৃষ্টি কি মাটি করবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব? আবহাওয়া দফতরের বড় আপডেট সামনে চলে এল। মৌসম ভবনের পূর্বাভাস, বর্ষার দ্বিতীয়ার্ধে অগাস্ট-সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে। গোটা দেশে বর্ষা থাকবে ১০৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরের শেষে পুজো। ফলে পুজোতেও থাকছে বর্ষণের আশঙ্কা। এদিকে বাংলায় আপাতত চলবে বৃষ্টি।