দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-কে এবার পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার হুঁশিয়ারি, যদি ডিভিসি একবছরের মধ্যে না করে, তাহলে আমরা ডিভিসি-র বাঁধের সামনেই আরেকটি বাঁধ করে দেব। যাতে জল ওখানেই জমে থাকে। জেলাগুলি না ভাসাতে পারে। আজ ২০ বছর ধরে ডিভিসি ড্রেজিং করছে না বলেও অভিযোগ মমতার।