ভাই ঝন্টু আলি শেখ দেশের জন্য প্রাণ দিয়েছেন। দাদা সফিকুলও সেনায় কর্মরত। সেনা পোশাকেই ভাইয়ের কফিনবন্দি দেহের সামনে তিনি বললেন,'সর্বোচ্চ বলিদান দিয়েছে ভাই। আমার কাছে সবার আগে দেশ। তারপর পরিবার'।