'এরা ভুলে গিয়েছে সিকিমকে এইট সিস্টার্স স্টেট আমরা করেছিলাম। তৃণমূল কংগ্রেস নতুন তৈরি হয়েছিল। আমরা সরকারে যাইনি। বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম। আমরা বাজপেয়ীজিকে গিয়ে বললাম, বেঙ্গল প্যাকেজের মধ্যে সিকিম এইট সিস্টার্স স্টেট হোক'। মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।