'আগাম মৌসুমী বায়ু ঢুকেছে দেশে। আশা করতে পারি, আগাম বর্ষ আসবে দক্ষিণবঙ্গেও। কবে আসবে, সেই তারিখটা বলতে পারছি না। জুনের প্রথম সপ্তাহেই চলে আসতে বর্ষা'। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।