নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দার্জিলিংয়ের পথে টয় ট্রেন মানেই যেন এক নস্ট্যালজিয়ার যাত্রা। ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃত এই রেললাইন আপনাকে নিয়ে যাবে পাহাড়ি সৌন্দর্য আর কুয়াশার দেশে। সেই টয়ট্রেনকে আরও আকর্ষণীয় করতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) আরও কিছু নতুন উদ্যোগ চালু করতে চলেছে।