ভবানীভবনে ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গিয়েও সাক্ষাৎ পেলেন না শুভেন্দু অধিকারী। বললেন, 'মহেশতলায় হিন্দু মন্দির ভাঙছে জেহাদিরা। হিন্দুদের ঘরবাড়ি লুঠ করছে। হিন্দুরা রক্তাক্ত। কলকাতার কাছে ১০ কিমি দূরে অত্যাচার। আগামিকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কাল কলকাতা হাইকোর্টে যাব সেনা মোতায়েনের জন্য'।