মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কোচবিহারে হামলার মুখে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। কোচবিহার পুলিশ সুপারের দফতরের সামনে দাঁড়িয়ে নিজের বুলেটপ্রুফ গাড়ির ভাঙা কাচ দেখিয়ে তিনি বলেন, 'আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, এতক্ষণ মর্গে থাকতাম।'