শুক্রবার ডিএ মামলার শুনানিতে রাজ্যের সরকারি কর্মীদের ৫০ শতাংশ ডিএ দিতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। এরপরেই রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙভি বলেন যে, এটা বিপুল পরিমাণ টাকা। এই টাকা দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্যের তরফে জানানো হয় যে, এটা কোনও অধিকার নয়। পরে বিচারপতি জানান, ২৫ শতাংশ ডিএ দিতে। অগাস্টে ফের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।