আবারও নিম্নচাপ। আবারও ভাসতে চলেছে বাংলা। জুলাইয়ের মতো অগাস্টেও দুর্যোগ শঙ্কা। হঠাৎ কী হল? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। ওড়িশায় এই নিম্নচাপ প্রবেশের কথা। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই রবিবার পর্যন্ত। বইবে ঝোড়ো। উত্তাল থাকবে সমুদ্র।