কখনও আকাশে শরতের মেঘ, পরক্ষণেই ঢেকে দিচ্ছে বর্ষার বাদল। আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে ক'দিন ধরে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। পুজোর বাজারে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। কারণ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সপ্তাহান্তে শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।