দাপিয়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তবে ২-৩ দিন ধরে দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে বৃষ্টি। এরই মাঝে ফের দুর্যোগের কথা শোনাল আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বুধবার ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি।