ফের দুর্যোগের মেঘ বাংলার আকাশে। একদিকে অতি সক্রিয় বর্ষা, অন্যদিকে নতুন করে নিম্নচাপ। আক্ষরিক অর্থেই, বাংলার কপালে চাপ আছে! আজ অর্থাত্ সোমবার বঙ্গোপসাগরে শক্তিশালী আরেকটি নিম্নচাপ। যার জেরে আজ থেকেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।