scorecardresearch
 

Abhishek Banerjee On DA Strike: 'দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন', ডিএ-প্রতিবাদ নিয়ে পাল্টা অভিষেক

ধর্মঘটের দিন বার্তা দিতেই তিনি শুক্রবার চড়িয়াল সেতুর উদ্বেধন করেছেন বলেও দাবি করেন অভিষেক। জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশও জানান।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আজ ডিএ নিয়ে ধর্মঘট করেন সরকারি কর্মচারীরা
  • যদিও ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে নবান্ন

ডিএ (DA) ইস্যুতে সরকারি কর্মচারীদের ধর্মঘটের (Strike) বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, কর্মনাশা-ধর্মনাশা বনধ আর বাংলার মানুষ সমর্থন করে না। বজবজে নবনির্মিত চড়িয়াল সেতুর উদ্বোধনে এসে DA ধর্মঘট নিয়ে সরকারি কর্মচারীদের তোপ দাগেন ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, 'DA আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন, এটা তাঁদের মৌলিক অধিকার, তাঁরা ডাকতেই পারেন। যদিও এই কর্মনাশা-ধর্মনাশা বনধ বাংলার মানুষ আর সমর্থন করেন না।'

ধর্মঘটের দিন বার্তা দিতেই তিনি শুক্রবার চড়িয়াল সেতুর উদ্বেধন করেছেন বলেও দাবি করেন অভিষেক। জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মীদের কুর্নিশও জানান অভিষেক। বলেন, 'যেখানে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। অবরোধ হচ্ছে। বনধের জন্য হুমকি দেওয়া হচ্ছে। চারিদিকে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। সেই সরকারি কর্মীরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে সাধারণ মানুষের জন্য কাজ করছেন, তাঁদের কুর্নিশ।'

আরও পড়ুন: West Bengal teachers’ recruitment scam: নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি আন্দোলনকারীদের দিল্লি গিয়ে আন্দোলন করারও পরামর্শ দেন তিনি। অভিষেক বলেন, 'যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন। আমি তাঁদের বলব দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন। নিজেদের বাংলার যোগ্য সন্তান মনে করলে আগে রাজ্যের বকেয়া ফিরিয়ে আনুন।  বাংলা আর্থিক সঙ্কটের মধ্যে যাচ্ছে, সেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স যারা করছেন, তাঁরা এক মুহূর্তের জন্যও ভাবে না ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। ১৭ লক্ষ পরিবার একশো দিনের কাজের টাকা পায়নি।'

Advertisement