scorecardresearch
 

'মহামানব' অনুব্রত! সরকারি অনুষ্ঠানে TMC নেতার পায়ে হাত দিয়ে প্রণাম BDO-র

অনুষ্ঠান মঞ্চেই বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন বিডিও। শুধু এখানেই তিনি থেমে থাকেননি। অনুব্রতকে "মহামানব' নামে আখ্যাও দিয়েছেন তিনি। একজন সরকারি আধিকারিক পায়ে হাত দিয়ে প্রণাম করায় প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি।

Advertisement
অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল।
হাইলাইটস
  • অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম BDO-র
  • শুরু হল বিতর্ক
  • তীব্র নিন্দা বিজেপির

অনুষ্ঠান মঞ্চেই বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন বিডিও। শুধু এখানেই তিনি থেমে থাকেননি। অনুব্রতকে "মহামানব' নামে আখ্যাও দিয়েছেন তিনি। একজন সরকারি আধিকারিক পায়ে হাত দিয়ে প্রণাম করায় প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি।

অনুষ্ঠান মঞ্চেই তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে করলেন আউসগ্রাম ১ এর বিডিও। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে মহামানব-ও  বললেন  নিজের ভাষণে। অনুব্রত মণ্ডলকেও দরাজ গলায় আউশগ্রাম ১ এর ভিডিও অরিন্দম মুখার্জীর সুনাম করতে শোনা গেল। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরায় কোভিড সংক্রমণের ফলে আক্রান্তদের জন্য একটি সেফ হোমের উদ্বোধন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। গুসকরা শহরের নদীপটি এলাকায় আউশগ্রাম-১ ব্লকের কিষাণ মাণ্ডির একটি ভবনে ২৫ বেডের এই সেফ হোমটি বৃহস্পতিবারই চালু  হল। অনুব্রত ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানাতে গিয়ে একেবারে তার পায়ে হাত দিয়েই প্রণাম করে বসেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। এরপর আবার স্বাগত জানাবার সময় নিজের বক্তব্যে অনুব্রতকে ' মহামানব' বলে আখ্যায়িত করেন। তিনি বলেন এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন অনুব্রত মন্ডল। আমাদের মুখ্যমন্ত্রী যেমন উদ্যোগী মানুষ অনুব্রত মন্ডলও তেমনই মহামানব। পালটা সৌজন্যে অনুব্রত বলেন; 'ওনার নাম আছে। উনি যখন এই প্রস্তাব নিয়ে আসেন আমি রাজি হয়ে যাই। এখন কোথাও না গেলেও আজ এসেছি। এই সেফ হোমটা গুসকরার মানুষের খুব কাজে লাগবে। এটা একটা বড় কাজ হল। তিনি আরো বলেন; "সবচেয়ে বড় কথা আপনার একজন ভাল বিডিও পেয়েছেন, যে বিডিওর মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন।" প্রসঙ্গত অনুব্রত বীরভূমের জেলা তৃণমূল সভাপতির পাশাপাশি আউশগ্রামেরও শাসকদলের পর্যবেক্ষক। এই এলাকায় তার বিপুল প্রভাব রয়েছে।

Advertisement

এ দিকে এই ঘটনার নিন্দা করে বিজেপির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শ্যামল কুমার রায় জানান, কতটা প্রশাসন বিপন্ন তারই প্রমান এই ঘটনা । আগেও আমরা বলেছি প্রশাসন টিএমসির হয়ে কাজ করছে , নিরপেক্ষ নয়।"

Advertisement