scorecardresearch
 

Kamduni: 'মুখ্যমন্ত্রী তো ওঁদের মাওবাদী সাজিয়েছিলেন,' কামদুনি ইস্যুতে নিশানা অধীরের

মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি। কামদুনি মামলার রায় নিয়ে এমনটাই বললেন অধীর চৌধুরী। কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বললেন, 'রাজ্য সরকারের ওপর ভরসা করে তো লাভ নেই। দশ বছর হয়ে গেল সরকার কিছু করতে পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি।'

Advertisement
কামদুনি নিয়ে প্রতিবাদ কামদুনি নিয়ে প্রতিবাদ
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি। কামদুনি মামলার রায় নিয়ে এমনটাই বললেন অধীর চৌধুরী।
  • কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
  • বললেন, 'রাজ্য সরকারের ওপর ভরসা করে তো লাভ নেই। দশ বছর হয়ে গেল সরকার কিছু করতে পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি।'

মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি। কামদুনি মামলার রায় নিয়ে এমনটাই বললেন অধীর চৌধুরী। কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বললেন, 'রাজ্য সরকারের ওপর ভরসা করে তো লাভ নেই। দশ বছর হয়ে গেল সরকার কিছু করতে পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি।'

প্রায় এক দশক পর ফের কলকাতায় কামদুনি। হাইকোর্টের রায়ে কামদুনির দোষীদের শাস্তি হ্রাস পেয়েছে। আর তারই প্রতিবাদে রাজপথে নেমেছেন কামদুনি ঘটনার প্রতিবাদীরা। আর এমনই সময়ে কামদুনি নিয়ে সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী।

এদিন কামদুনি মামলা নিয়ে বৃহত্তর তদন্তের দাবি তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, 'কামদুনির অপরাধ নিয়ে একটা বড় তদন্ত হওয়া দরকার।' 

আরও পড়ুন

টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালের প্রসঙ্গও এদিন তুলে ধরেন অধীর। তিনি বলেন, 'এই মুখ্যমন্ত্রী কামদুনিতে যাদের পরিবারে ধর্ষণের হত্যা হয়েছে, প্রতিবাদী, তাঁদের মাওবাদী সাজানোর চেষ্টা করেছিল। ভুলে যাবেন না।'

হাইকোর্টে দোষীদের সাজা হ্রাসের জন্যও রাজ্য সরকারকে দায়ী করেন অধীর। তিনি বলেন, 'এভাবে অপরাধীদের মুক্তির কারণে সারা বাংলার জনমানসে বিরূপ প্রভাব পড়ছে। তারপর এখন মুখ লুকোতে বলছে, সিআইডি সুপ্রিমকোর্ট যাবে, হাইকোর্ট যাবে। কেন? এতদিন দরকার ছিল না কেন? এত কিছুর দরকারই হত না। তদন্ত প্রথম থেকে ঠিক করে হলে বারবার আইনজীবীও পাল্টাতে হত না।' 

মঙ্গলবার কলকাতার রাজপথে নামেন কামদুনির প্রতিবাদীরা। টুম্পা-মৌসুমীদের সঙ্গে যোগ দেন কৌস্তভ বাগচী। প্রতিবাদীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারীও। 

Advertisement