scorecardresearch
 

ওঁরা বলে দিন কেষ্ট-পার্থ দলের কেউ নয়', মমতাকে পাল্টা দিলীপের

বেহালার মঞ্চে সরাসরি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, 'কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।' 

Advertisement
দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কেষ্টর গ্রেফতারিতে সোচ্চার মমতা
  • সরাসরি বিঁধলেন কেন্দ্রকে
  • পাল্টা দিলেন দিলীপ ঘোষ

'ওনারা বলে দিন কেষ্ট আর পার্থবাবুর বাড়িতে টাকা পাওয়া যায়নি, ওঁরা দলের কেউ নয়', মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে এভাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মঞ্চ থেকে বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করার পর দিলীপ ঘোষ বলেন, 'আজ ওনার সঙ্গে মানুষ নেই। ছেলেদের রাস্তায় নামতে বলছেন, কেউ ভয়ে নামছে না।' 

এদিন বেহালার মঞ্চে সরাসরি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, 'কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে ঘরবন্দি করে রেখেছেন, একটা ভোটেও ওকে বেরোতে দেন না। কেষ্টকে আটকালে কী হবে? গত ২ বছরে কষ্ট পেয়েছে। ওর বউ মারা গিয়েছে।' 

অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'ও বিধায়ক হবে না।, সাংসাদ হবে না। রাজ্যসভায় যাবে না। কেষ্টর বাড়িতে তাণ্ডব করেছে। আমি মনে করি কেষ্টারা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে।' মমতা এদিন সরাসির দাবি করেন, '২০২৪-এ নরেন্দ্র মোদী জিতবে না। তাই খেলা শুরু করে দিয়েছে। রাজস্থান ভাঙতে হবে, ঝাড়খন্ড ভাঙতে হবে, ছত্তীসগড় ভাঙতে হবে। বাংলাকেও একইভাবে দুর্বল করে দিতে হবে। আমি বলি আয় না, রয়্য়্যাল বেঙ্গল টাইগার দেখেছ তো?' একইসঙ্গে এদিন বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। 

আরও পড়ুনঅগ্নিবীরে মহিলাদেরও চাকরির সুবর্ণ সুযোগ, আবেদন করুন এই লিঙ্কে


 

Advertisement