পুজোয় ভয় ধরাচ্ছে বৃষ্টির আশঙ্কা। সপ্তমী ও অষ্টমী বেশ ভালোই কাটবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু নবমী ও দশমীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ২১ অক্টোবর সোমবার সপ্তমীর সকালেই নিম্নচাপে পরিণত হবে। নবমীতে সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী ও দশমীতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
নবমী ও দশমী মেঘলা আকাশ থাকবে। উপকূল ও সংলগ্ন জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে ওই দুদিন বৃষ্টি হতে পারে। নবমীর দিন হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তাছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি পুজোর দিনগুলিতে মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। অর্থাৎ পুজোর চারদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।