scorecardresearch
 

Durgapur Steel Plant: মর্মান্তিক! দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কয়েক টুকরো হল কর্মীর দেহ

Durgapur Steel Plant Accident: আবারও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর ইস্পাত কারখানা। বৃহস্পতিবার, রাতে কারখানায় কাজ করতে করতে দুর্ঘটনার কবলে পড়েন এক শ্রমিক। চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ টুকরো টুকরো যায়। কয়েক ঘণ্টা প্রয়াসের পর দেহের টুকরো পাওয়া যায়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আবারও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর ইস্পাত কারখানা
  • বৃহস্পতিবার, রাতে কারখানায় কাজ করতে করতে দুর্ঘটনার কবলে পড়েন এক শ্রমিক
  • চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ টুকরো টুকরো যায়

Durgapur Steel Plant Accident: আবারও মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী রইল দুর্গাপুর ইস্পাত কারখানা (DSP)। বৃহস্পতিবার, রাতে কারখানায় কাজ করতে করতে দুর্ঘটনার কবলে পড়েন এক শ্রমিক (Labour)। চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ টুকরো টুকরো যায়। কয়েক ঘণ্টা প্রয়াসের পর দেহের টুকরো পাওয়া যায়। গত ২১ নভেম্বরই দুর্গাপুর ইস্পাত কারখানার গরম লোহা চলকে পড়ে ঘটে দুর্ঘটনা। দিন কয়েক কাটতে না কাটতেই ফের আরও এক মৃত্যু। 

দুর্ঘটনায় কারখানার সেফটি বিভাগের গাফিলতিকে দায়ী করছেন অন্যান্য শ্রমিকরা। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা ৫৫ বছর বয়সী আশুতোষ ঘোষাল। তিনি ‘র মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট’-এর ওল্ড সাইডে অপারেশন বিভাগের স্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে তাঁর। জানা যায়, দিন কয়েক পর ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। এরই মধ্যে পরিবারে শোকের আবহ।

জানা যায়, আশুতোষবাবু রাতের শিফটে কাজ করার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি চলন্ত কনভেয়ার বেল্টের ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গেই দেহ টুকরো টুকরো হয়ে যায়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাম শ্রমিক সংগঠন সিটু। মৃত্যুর বিস্তারিত রিপোর্ট প্রকাশের দাবি করেছে সিটু। 

গত ১১ বছরে দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রায় ৩৪-রও বেশি ঠিকা ও স্থায়ী কর্মীর মৃত্যু হয়। উদ্বেগে কর্মীরা।

Advertisement