scorecardresearch
 

Potashpur Crime:'মাকে মারত,' পটাশপুরে যৌনাঙ্গে মেরে বাবাকে খুন ছেলের

মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মায়ের ওপর অত্যাচারের বদলা নিতে বাবাকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করল ছেলে।। সঙ্গী বৌমাও। প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হতেই বেদম মারধর করা হয় অভিযুক্ত ছেলে, বৌমা এবং মাকে। পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।  মায়ের ওপর অত্যাচারের বদলা নিতে বাবাকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করল ছেলে।। সঙ্গী  বৌমাও। প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হতেই বেদম মারধর করা হয় অভিযুক্ত ছেলে, বৌমা এবং মাকে। পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। 

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের  খড়াই শ্যামসুন্দরবাড় এলাকায়। এলাকার বাসিন্দা ধীরেন পাত্র নামে এক ব্যক্তির আচমকাই মৃত্যু হয় গত ২৩ মার্চ। এরপরই পরিবারের লোকজন একপ্রকার গোপনেই  দাহ কাজ সেরে ফেলেন। বিষয়টি ঘিরেই  সন্দেহ দানা বাঁধতে থাকে প্রতিবেশীদের মধ্যে।

প্রতিবেশীরা ঘেরাও করলে চাপের মুখে নতি স্বীকার করেন ধীরেন পাত্রর ছেলে উত্তম পাত্র। মায়ের ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরেই স্ত্রী সীতা পাত্র এবং মা সুমিতা পাত্রের সাহায্যে তিনি খুন করেন নিজের বাবাকে, এমনটাই জানান উত্তম। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধীরেন পাত্রের যৌনাঙ্গেও আঘাত করা হয়। 

পরিস্থিতি জানাজানি হতেই গ্রামবাসীরা বেদম মারধর করা হয় অভিযুক্ত ছেলে উত্তম পাত্র, বৌমা এবং উত্তমের মাকে।  পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের আসতে বিলম্ব হওয়ায়। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ এলে একপ্রস্থ বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। 

Advertisement