scorecardresearch
 

'আরও বেশি করে ট্রেনিং দাও', রাজমিস্ত্রি প্রশিক্ষণের প্রস্তাবে নির্দেশ মমতার

মুর্শিদাবাদের অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে উপার্জন বৃদ্ধির ব্যবস্থা করতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দলের প্রতিনিধি উঠে মমতাকে জানান,''আমাদের জেলার লোকেরা দেশ ও বিদেশে রাজমিস্ত্রির কাজ করে। ওঁদের স্কিল ডেভেলপমেন্ট করে শংসাপত্র দিলে অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে আসতে পারবেন তাঁরা। বাড়বে উপার্জন। মুর্শিদাবাদ জেলার অর্থনীতি শক্তিশালী হবে।''

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মুর্শিদাবাদের অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে উপার্জন বৃদ্ধির ব্যবস্থা করতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী
  • রাজমিস্ত্রি প্রশিক্ষণের প্রস্তাবে নির্দেশ মমতার
  • আগের দিনের মতো বুধবারও মুখ্যমন্ত্রীর মুখে ব্যয় সংকোচনের কথা শোনা গিয়েছে।

মুর্শিদাবাদের অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে উপার্জন বৃদ্ধির ব্যবস্থা করতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

বুধবার মুর্শিদাবাদে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দলের প্রতিনিধি উঠে মমতাকে জানান,''আমাদের জেলার লোকেরা দেশ ও বিদেশে রাজমিস্ত্রির কাজ করে। ওঁদের স্কিল ডেভেলপমেন্ট করে শংসাপত্র দিলে অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে আসতে পারবেন তাঁরা। বাড়বে উপার্জন। মুর্শিদাবাদ জেলার অর্থনীতি শক্তিশালী হবে।'' তা শুনেই মুখ্যমন্ত্রীর বলে ওঠেন,''এটা খুব ভাল প্রস্তাব।'' সরকারি আধিকারিকের কাছে জানতে চান,''তোমাদের আইটিআই বা পলিটেকনিকে এটা চালু আছে?''

জবাবে মুখ্যমন্ত্রীকে তিনি অবগত করেন,''উৎকর্ষ বাংলায় রাজ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৭টি জায়গায়। আরও নাম আসলে ব্যবস্থা নেওয়া হবে।''দৃশ্য়তই খুশি হন মমতা। নির্দেশ দেন,''আরও বেশি করে প্রশিক্ষণ দিয়ে দাও। ওরা কিন্তু খুব এক্সপার্ট। আমি বিভিন্ন জায়গায় যাই। জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি কোথায়? কেউ বলে উত্তর দিনাজপুর ও কেউ বলে মুর্শিদাবাদ।'' তখন প্রস্তাব আসে,''ম্যাডাম এটা ব্লক লেভেলে করাতে হবে। সবাই গরিব মানুষ।'' বেসরকারি সংস্থার উদ্যোগেও প্রশিক্ষণ শিবির হচ্ছে বলে জানান এক আধিকারিক। তিনি বলেন,''নির্মাণ শিল্পে এল অ্যান্ড টি থেকে শুরু করে নানা সংস্থা এগিয়ে আসছে। এখানে একটা শিবির হয়েছিল। প্রশিক্ষণের সঙ্গে খাবার ও  থাকার ব্যবস্থা করবে তারা। এখানে এমন ব্যবস্থা করব।'' 

আগের দিনের মতো বুধবারও মুখ্যমন্ত্রীর মুখে ব্যয় সংকোচনের কথা শোনা গিয়েছে। বিধায়ক ইদ্রিস আলি বলে ওঠেন, ''ভগবানগোলায় কলেজের প্রয়োজন।'' মুখ্য়মন্ত্রী তখন জানান, ''ওটা ৪৬টি কলেজ হয়ে যাক, তার পরে। তুমি ভগবানগোলায় যাচ্ছ তো? এই শুভাশিস আর ফুরকান ইদ্রিস ভগবানগোলায় যায় রে?''একটি দমকল কেন্দ্রের কথাও তোলেন ইদ্রিস। দমকলমন্ত্রীর সঙ্গে কথা বলার নির্দেশ দেন মমতা।

এরপর বিধায়ক নিয়ামত শেখের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,''তোমার কিছু তো বাকি নেই তো? শোনো ৫ বছর থাকবে আজকে সব শেষ করো না। এখনও অনেকবার আসতে হবে।'' হরিহরপাড়ায় ৩০ কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান নিয়ামত। স্বগতোক্তির ঢঙে তিনি বলেন,''এখন আর বলব না। বকা খাবো।'' শুনে মমতার মন্তব্য়, ''আবার পরে। আমাকে লক্ষ্মীর ভান্ডার করতে দিন। এখনও ৮৫ হাজার কেস বাকি। আগে ভাল করে নিই।''

Advertisement

Advertisement