scorecardresearch
 

এক লটারিতেই ভাগ্য বদল! কোটিপতি বর্ধমানের রাজমিস্ত্রির হেল্পার

ছিলেন রাজমিস্ত্রির হেল্পার, হয়ে গেলেন কোটিপতি। ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা কল্পনাও করতে পারেননি পূর্বস্থলীর বাসিন্দা মহিদুল শেখ। লটারির টিকিক কেটে কোটিপতি হয়ে গিয়েছেন তিনি। তারপরেই সোজা থানায় তিনি।

Advertisement
রাজমিস্ত্রি থেকে কোটিপতি। প্রতীকী ছবি- আজ তক রাজমিস্ত্রি থেকে কোটিপতি। প্রতীকী ছবি- আজ তক
হাইলাইটস
  • এক লটারিতে বদলে গেল ভাগ্য
  • কোটিপতি হলে রাজমিস্ত্রির হেল্পার
  • হতবাক গোটা এলাকা

ছিলেন রাজমিস্ত্রির হেল্পার, হয়ে গেলেন কোটিপতি। ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা কল্পনাও করতে পারেননি পূর্বস্থলীর বাসিন্দা মহিদুল শেখ। লটারির টিকিক কেটে কোটিপতি হয়ে গিয়েছেন তিনি। তারপরেই সোজা থানায় তিনি।

হতবাক গোটা এলাকা

পেশায় রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের মুসলিমপাড়া পঞ্চায়েতের কালীনগর বাগানপাড়ার বাসিন্দা মহহিদুল শেখ। বুধবার সকালে তিনি লটারির টিকিট কাটেন। সন্ধ্যাবেলায় দেখা যায় তার টিকিটটি ১ কোটি টাকা জিতে গিয়েছে। আর এই খবর পাওয়া মাত্রই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এলাকার বাসিন্দারা ভিড় করতে শুরু করে দেন তাঁর বাড়িতে। গোটা বিষয়টিতে সাময়িক ভাবে হতবাক হয়ে যান মহিদুল ও তাঁর স্ত্রী। লটারির টিকিট কেটে এতোটাকা পাবেন তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এর পরেই স্বামী ও স্ত্রী পরামর্শ করে থানায় হাজির হন। সেখানে পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন তিনি। তার পরেই পুলিশের পরামর্শে ব্যাঙ্্ক আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান ওই দম্পতি। কিন্তু বৃহস্পতিবার ধর্মঘটের জেরে তা আর হয়ে ওঠেনি। আগামীকাল তাঁরা স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় যেতে পারেন বলে খবর। 

পুলিশের দ্বারস্থ দম্পতি

এই বিষয়ে মহিদুল জানান, আজ সকালে পুলিশের কাছে যান তিনি, কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায়া তা আর হয়ে ওঠেনি।  তবে আগামী কাল তিনি ব্যাঙ্কে গিয়ে টিকিটটি জমা দেওয়ার চেষ্টা করবেন। 

ইতিমধ্যে গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। হাতে বিপুল পরিমাণে এই টাকা আসলে মহিদুলের জীবন যে এক লহমায় বদলে যেতে চলেছে তা অনুমানও করতে পেরেছেন ওই দম্পতি। রুজিরুটির টানে নিত্যদিন পরিশ্রম করা সামান্য দম্পতির যে ভাগ্য এভাবে ঘুরে যাবে তাতে হতবাক হয়ে গিয়েছেন সকলে। আপাতত অপেক্ষা শুক্রবার। স্থানীয় ব্যাঙ্কে যাবেন ওই দম্পতি। সেখানেই ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তারপরে টাকা সমস্ত প্রক্রিয়া মেনে টাকা তুলে দেওয়া হতে পারে মহিদুলের হাতে। 

Advertisement

Advertisement