scorecardresearch
 

ডিসেম্বরেই GST নিয়ে বৈঠক, চিঠি দিয়েছিলেন মমতার উপদেষ্টা অমিত মিত্র

জিএসটি পরিষদের ৪৮তম বৈঠকের দিন ঘোষণা হল। আগামী বৈঠক হবে ১৭ ডিসেম্বর। জিএসটি কাউন্সিল টুইট করে একথা জানিয়েছে। এই বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে আলোচনা হবে।

Advertisement
GST GST
হাইলাইটস
  • জিএসটি পরিষদের ৪৮তম বৈঠকের দিন ঘোষণা হল।
  • জিএসটি কাউন্সিল টুইট করে একথা জানিয়েছে।
  • আগামী বৈঠক হবে ১৭ ডিসেম্বর।

জিএসটি পরিষদের ৪৮তম বৈঠকের দিন ঘোষণা হল। আগামী বৈঠক হবে ১৭ ডিসেম্বর। জিএসটি কাউন্সিল টুইট করে একথা জানিয়েছে। এই বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে আলোচনা হবে। 

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ বিভাগের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, অর্থবর্ষের প্রতি ত্রৈমাসিকে অন্তত একবার জিএসটি পরিষদের বৈঠক ডাকার নিয়ম হলেও সাড়ে চার মাসে তা হয়নি। অনলাইন গেম-ক্যাসিনো-ঘোড়দৌড়ে জিএসটি ও জিএসটি-র হারে রদবদল করতে দু’টি মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়েছিল। এক বছরের বেশি সময় কাটলেও রিপোর্ট চূড়ান্ত হয়নি।

অর্থ মন্ত্রক সূত্রে খবর, ওই চিঠির  পরেই সরকারি স্তরে তৎপরতা শুরু হয়। অনলাইন গেম-ক্যাসিনো-ঘোড়দৌড়ে ২৮% জিএসটি ঠিক হলেও কী ভাবে তা চাপানো হবে, সে বিষয়ে ঐকমত্য হয়নি। মন্ত্রিগোষ্ঠীর সদস্য, পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ-উত্তরপ্রদেশ আগের অবস্থানেই অনড় ছিল। বাকি রাজ্যগুলিও তাই। 

অন্যদিকে, জিএসটি নিয়ে দিন কয়েক আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য মেটাচ্ছে না। তাহলে কর আদায়ে জিএসটি চালু করে কী লাভ হল, এই প্রশ্ন তোলেন তিনি।

তারপর জিএসটি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখেন উপদেষ্টা অমিত মিত্র। অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকতে বলেন তিনি। 

নিয়ম হল, প্রতি তিন মাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকবেন কেন্দ্রের অর্থমন্ত্রী। সেখানে রাজ্যগুলি তাদের বক্তব্য জানতে পারে। কিন্তু অমিত মিত্রর অভিযোগ, সাড়ে চার মাস পরও পরবর্তী বৈঠক ডাকা হয়নি। 

উল্লেখ্য, রাজ্যের অর্থমন্ত্রী থাকার সময় জিএসটি কাউন্সিলের সদস্যও ছিলেন অমিত মিত্র। চিঠিতে সেকথাও উল্লেখ করেছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে ফের কমল তাপমাত্রা, আর কয়েকদিনেই জাঁকিয়ে শীত পড়বে বাংলায়

 

Advertisement