scorecardresearch
 

সুন্দরবনে ফের মৎস্যজীবীর ওপরে বাঘের হামলা, অল্পের জন্য রক্ষা

সুন্দরবন (Sundarbans) এলাকার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর মাস্টার পাড়ার বাসিন্দা ভোলা মণ্ডল তাঁর সঙ্গীদের সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বুধবার সন্ধ্যাবেলা নৌকায় রান্না করার সময় একটি আওয়াজ শুনতে পান তিনি। কীসের আওয়াজ তা দেখতে নৌকার ছাউনির নিচ থেকে আলো আনতে যান ভোলাবাবু। আর সেই সময়ই নৌকায় উঠে হামলা চালায় বাঘটি।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • কাঁকড়া ধরে গিয়ে বাঘের হামলার মুখোমুখি
  • জখম সুন্দরবনের মৎস্যজীবী
  • আতঙ্কে গোটা পরিবার

সুন্দরবন এলাকায় বাঘের (Royal Bengal Tiger) হানা অব্যাহত। বিগত কয়েকদিনে বেশকয়েকবার লোকালয়ে চলে আসার পর এবার ফের একবার মৎস্যজীবীর ওপর হামলা বাঘের। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীরখালির জঙ্গলে। আপাতত বাড়িতেই রয়েছেন ওই ব্যক্তি। 

জানা গিয়েছে, সুন্দরবন (Sundarbans) এলাকার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর মাস্টার পাড়ার বাসিন্দা ভোলা মণ্ডল তাঁর সঙ্গীদের সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বুধবার সন্ধ্যাবেলা নৌকায় রান্না করার সময় একটি আওয়াজ শুনতে পান তিনি। কীসের আওয়াজ তা দেখতে নৌকার ছাউনির নিচ থেকে আলো আনতে যান ভোলাবাবু। আর সেই সময়ই নৌকায় উঠে হামলা চালায় বাঘটি।

ওই মৎস্যজীবীর চিৎকারে সঙ্গে সঙ্গে তৎপর হন তাঁর সঙ্গীরা এবং পালটা লাঠিসোটা নিয়ে হামলা চালান বাঘটির ওপরে। কয়েক ঘা লাঠির বাড়ি খেয়েই সেখান থেকে চম্পট দেয় বাঘটি। এরপর তড়িঘড়ি ওই মৎস্যজীবীকে পাড়ে ফিরিয়ে নিয়ে যান তাঁর সঙ্গীরা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই মৎস্যজীবী ও তাঁর পরিবার। 

প্রসঙ্গত এই প্রথম নয়, বিগত কয়েকদিনে এই নিয়ে একাধিকবার বাঘের হামলার মুখে পড়লেন সুন্দরবনের মানুষ। তাছাড়া বারেবারে লোকালয়ে এসেও আতঙ্ক বাড়িয়েছে বাঘ। 

 

Advertisement