scorecardresearch
 

শীতলকুচি গুলি কাণ্ড : সাসপেন্ডেড এসপিকে তলব সিআইডির

শীতলকুচি কাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করা হচ্ছে। দেবশিস ধরকে তলব করল সিআইডি। ১৮ জুন সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানী ভবনে তদন্ত কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
শীতলকুচির বুথটি-ফাইল ছবি শীতলকুচির বুথটি-ফাইল ছবি
হাইলাইটস
  • সাসপেন্ডেড পুলিশ সুপারকে তলব
  • ১৮ জুন ভবানীভবনে হাজিরার নির্দেশ
  • আরও তথ্য পেতেই এসপিকে তলব সিআইডি

সাসপেন্ডেড পুলিশ সুপারকে তলব সিআইডির

আগেই সাসপেন্ড করা হয়েছিল। এবার শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করল সিআইডির তদন্তকারী দল।

ভবানী ভবনে হাজিরার নির্দেশ

শীতলকুচি কাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করা হচ্ছে। দেবশিস ধরকে তলব করল সিআইডি। ১৮ জুন সকাল সাড়ে ১১টায় তাঁকে ভবানী ভবনে তদন্ত কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচন চলার সময় গুলি চলে

১০ এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন শীতলখুচির ৫/১২৬ নম্বর বুথে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। খোদ মুখ্যমন্ত্রী ঘটনার পরেই শীতলখুঁচিতে আসবেন বলে জানিয়ে দেন। এরপর ১৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙ্গায় এসে নিহতদের পরিবারের সাথে দেখা করেন। আশ্বাস দেন ক্ষমতায় ফিরেই ওই ঘটনা নিয়ে সিআইডি তদন্ত করা হবে। এলাতায় আসেন রাজ্যপাল জগদীপ ধনকরও।

দফায় দফায় তদন্ত চলছে

এর আগে একবার সিআইডি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে যান। একাধিক পুলিশ আধিকারিক, ভোট কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাথে এব্যাপারে জিজ্ঞাসাবাদও করে সিআইডির তদন্তকারী আধিকারিকরা।

ফরেনসিক পরীক্ষা

ফরেনসিক পরীক্ষাও হয় এলাকায় গিয়ে। সিআইডির ব্য়ালেস্টিক টিম ফরেনসিক পরীক্ষা করতে এসে বুথের ভিতরে স্কুলের ব্ল্যাকবোর্ডে গুলির চিহ্ন আবিষ্কার করেন। ফলে তারপর গুলি যে বুথ লক্ষ করেই চালানো হয়েছিল তা পরিষ্কার হয়। গুলির ক্ষত-র গভীরতা মেপে দূরত্ব সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

পুলিশের ভূমিকায় ওঠে প্রশ্ন

ঘটনায় এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবশিস ধর। তিনি জানিয়েছিলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ইতিমধ্যে শীতলকুচি কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, ওই ঘটনার পূঙ্খানুপূঙ্খ তথ্য পেতেই এবার দেবাশিস ধরকে তলব করেছেন গোয়েন্দারা।

Advertisement

 

Advertisement