scorecardresearch
 

Post Poll Violence Case: বাংলার ভোট পরবর্তী হিংসার সব মামলার ট্রায়ালে স্থগিতাদেশ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই মামলায় স্থগিতাদেশ দিল আদালত। 

Advertisement
হাইলাইটস
  • ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
  • ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই।
  • সিবিআইয়ের দাবি, পশ্চিমবঙ্গে মামলায় যুক্ত আধিকারিক, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে।

২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই মামলায় স্থগিতাদেশ দিল আদালত। 

এই মামলায় সিবিআইয়ের দাবি, পশ্চিমবঙ্গে মামলায় যুক্ত আধিকারিক, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই অন্য রাজ্যে এই মামলার বিচারপ্রক্রিয়া করা জরুরি। সিবিআইয়ের তরফে আদালতে এ-ও জানানো হয়েছে, ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল। এই মামলা নিয়ে বক্তব্যে জানাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। 

২০২১ সালে রাজ্যে ভোটপর্ব মেটার পর অশান্তির ঘটনা ঘটে। এই ঘটনা ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। একাধিক অশান্তির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। পরে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসার মামলাগুলির ট্রায়াল চলছে কলকাতা এবং বিভিন্ন জেলার বিশেষ সিবিআই আদালতে। 

আরও পড়ুন


অন্য দিকে, বৃহস্পতিবার নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড 'অসাংবিধানিক' বলে  বর্ণনা করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই মামলায় নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। অবিলম্বে নির্বাচনী বন্ড প্রদান বন্ধ করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি বলেছেন, 'অনুচ্ছেদ ১৯ (১) (এ)-কে লঙ্ঘন করছে নির্বাচনী বন্ড প্রকল্প। এটি অসাংবিধানিক।' ২০১৯ সালে নির্বাচনী বন্ড প্রকল্পের অন্তর্বর্তী নির্দেশ থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক দলগুলি যে সমস্ত বন্ড পেয়েছে, তার রেকর্ড বিশদে নির্বাচন কমিশনকে দিতে এসবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩ সপ্তাহের মধ্যে কমিশনকে তথ্য দিতে হবে এসবিআইকে। ব্যাঙ্কের থেকে তথ্য পেলে অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement