পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে গিয়েছে শীতের গতি। তবে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকেই শীতের ছোঁয়া পেতে শুরু করবে রাজ্যবাসী। যদিও আজ শুক্রবার ও কাল শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূল অঞ্চলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও কাল আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু-একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে।
সোমবার থেকে ফের শীতের আমেজ বাড়বে। রাতের তাপমাত্রা নামতে শুরু করবে। তাতে হীমের পরশ আরও ভালভাবে টের পেতে শুরু করবে বঙ্গবাসী। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে বঙ্গে, তা নিয়ে এখনই কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।