scorecardresearch
 

'জয় শ্রীরাম' ধ্বনি শুনে মমতার মঞ্চ-ত্যাগ, তাঁর অবস্থানকে সমর্থন জানালেন অধীর

কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' (Jay Shree Ram) ধ্বনি ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঞ্চ থেকে নেমে আসেন। তিনি বক্তৃতা করেননি। তাঁকে সমর্থন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury)।

Advertisement
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' ধ্বনি
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে আসেন
  • তাঁকে সমর্থন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি

কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' (Jay Shree Ram) ধ্বনি ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঞ্চ থেকে নেমে আসেন। তিনি বক্তৃতা করেননি। তাঁকে সমর্থন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury)।

কেন্দ্র সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে  'জয় শ্রীরাম' শ্লোগান দেওয়ার ঘটনার কড়া নিন্দা করলেন অধীর চৌধুরী। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। শনিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবস উদযাপনে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের আগে ওই স্লোগান ওঠে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অধীর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ, অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, এ ঘটনার প্রশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের পদের অবমাননা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একজন সম্মানীয় মহিলাকে অপমান করা মোটেই উচিৎ নয়।

তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে। তাই বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা মেনে নেওয়া যায় না। ঐ স্লোগানে রামের প্রতি সম্মান প্রদর্শনের বদলে বাংলার সংস্কৃতির উপর সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র উপস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে। তখনই মেজাজ হারান মমতা। কোনও ভাষণ না দিয়েই মমতা বলেন, 'এ ভাবে ডেকে অপমান করার কোনও মানে হয় না। এটা সরকারি অনুষ্ঠান।'

প্রধানমন্ত্রীর ভাষণের আগে মুখ্যমন্ত্রীকে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় মঞ্চে। মমতা যখন মঞ্চে উঠছেন, তখনই দর্শকাসন থেকে আওয়াজ আসে 'জয় শ্রীরাম'। তীব্র ক্ষুব্ধ হন মমতা। কোনও রকম বক্তব্য পেশ না-করে মমতা বলেন, 'আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কাউকে ডেকে এই ভাবে অপমান করার কোনও মানে হয় না। এটা সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক নয়। আমি অপমানিত। কোনও কথা বলতে চাই না। জয় হিন্দ, জয় বাংলা।'

Advertisement

 

Advertisement