scorecardresearch
 

Weather Rain High Alert: আরও দুর্যোগ, উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি IMD-র, বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠাচ্ছেন মমতা

আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দার্জিলিং ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা হিসাবে উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি রেখেছে আইএমডি।

Advertisement

শুরু হয়েছে নতুন সপ্তাহ। আর সপ্তাহের প্রথম দিন সোমবার সকালটা কলকাতাবাসীর শুরু হয়েছে বৃষ্টি দিয়েই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সারা দিনই কলাকাতা ও শহরতলির আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হতে পারে দফায় দফায়।  প্রসঙ্গত এদিন  সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গী ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

কী পরিস্থিতি উত্তরবঙ্গের?
হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে  মাঝারি বৃষ্টি হবে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ১৭ জুলাই অর্থাৎ আজ  জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দার্জিলিং ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।  সতর্কতা হিসাবে উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি রেখেছে আইএমডি। পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট দল উত্তরবঙ্গে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

 তবে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জল নেমে আসায় যে ভাবে ফুঁসছিল তিস্তা, জলঢাকা, তা এখন অনেকটাই শান্ত। জলপাইগুড়ি, দার্জিলিংয়ের উপর দিয়ে বয়ে যাওয়া সেই নদীগুলির জলস্তরও নেমে এসেছে।  ১৮, ১৯, ২০ জুলাই আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আর ভারী বৃষ্টিরও পূর্বাভাসও না থাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা আর নেই বলেই মনে করা হচ্ছে। তবে এবার উত্তরবঙ্গে  ধীরে ধীরে গরম বাড়বে। এই সময়ের মদ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তৈরি হলে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি  থাকবে অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি হলুদ সতর্কতা।  আগামী ২৪ ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদিও অস্বস্তি থাকবে। ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। ১৭ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ১৮ ও ১৯ জুলাই আপাতত ভারী কিংবা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই সময় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০ জুলাই ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে তার আগে ১৮ জুলাই নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Advertisement

কলকাতার পরিস্থিতি
আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায় । আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।‌ বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।   আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশ।

ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্মাবনা
আগামীকাল মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার, এরপর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে ইতিমধ্যেই উত্তর ওড়িশা ও দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত আছে একটি নিম্নচাপ। এর জেরে আজকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

Advertisement