scorecardresearch
 

West Bengal Weather Report: সপ্তাহান্তেই বর্ষা রাজ্যে? কেমন থাকবে আবহাওয়া?

প্রচন্ড গরমে পুড়ছে বাংলা। জৈষ্ঠ্য শেষেও তাপপ্রবাহের পরিস্থিতির বদল নেই। বাংলার অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরে বসে ফ্যান চালিয়েও ঘামতে হচ্ছে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুইয়ের জেরে রীতিমতো নাজেহাল অবস্থা আম আদমির। কবে ফিরবে স্বস্তি?

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই।

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। চল্লিশ ছুঁইছুঁই পারদ। সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার পর্যন্ত পুরুলিয়া,  বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম, লু বইবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তাই জ্যৈষ্ঠের জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে,  ১০ জুন শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে
তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে আগামী তিন থেকে চারদিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক এবং গরম আবহাওয়া নাজেহাল করতে পারে গোটা দক্ষিণবঙ্গ কে। জুন মাসের প্রথম সপ্তাহে গরম থেকে মুক্তির আশা খুব একটা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতাসহ সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উপকূলের ৪ জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি।

আরও পড়ুন

উত্তরবঙ্গের পরিস্থিতি
ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। কার্যত গলদঘর্ম অবস্থা। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী উত্তরের গুরুত্বপূর্ণ জেলা মালদাতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে পার্বত্য জেলা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতে।

Advertisement

বিক্ষিপ্তভাবে বৃষ্টি এই জেলাগুলিতে
তাপপ্রবাহের পূর্বাভাসের মাঝেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। মূলত উত্তর-পশ্চিমের শুকনো বাতাস প্রভাব বিস্তার করবে। সঙ্গে সাগর থেকে আসা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরম উঠবে উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতার আবহাওয়া
 প্যাচপ্যাচে গরমের মাঝে মঙ্গলবার এক পশলা বৃষ্টিতে ভিজেছিল কলকাতার একাধিক এলাকা। তবে এই বৃষ্টি যে শুধু কয়েক মুহূর্তের স্বস্তি, তা স্পষ্ট করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের মতো আজ, বুধবারও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়া গত দু'দিন ধরে রীতিমতো অস্বস্তিকর। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ  দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। এর মাঝেই আজ ও বৃহস্পতিবার বিকেলের দিকে শহরে হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না। হাওয়া অফিস বলছে,আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

ঝমঝমিয়ে বৃষ্টি কবে থেকে?

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষা ঢুকবে উত্তর পূর্ব ভারতেও। এর ৪৮ ঘণ্টা পর বর্ষা ঢুকবে এরাজ্যে। উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা।  আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।’’ ইতিমধ্যেই কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। কেরলে বর্ষা ঢোকার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisement