সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে, তবে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। আজও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূ্র্ণাবর্ত তৈরি হতে পারে বুধবার, সেটি ঘটলে রাজ্যের আবহাওয়ায় কিছু বদল আসতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণাবর্ত নিয়ে যা পূর্বাভাস
নতুন সপ্তাহে রাজ্যজুড়ে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হাওয়া অফিস বলছে, আগামী ৫দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ তারিখ অর্থাৎ শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। যা হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে। তবে আপাতত তার কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আগামী ৫ দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি কমছে
উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমছে। আজ, বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ২১ জুলাই শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেদিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
আগামী পাঁচ দিন আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র শুক্রবার সামান্য একটু বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টি ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে।আগামী ৫ দিনে এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। ২১ জুলাই শুক্রবার ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে আপাতত কয়েকদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলবে। তবে শহরে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। রোদের তেজও থাকবে কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায়। বেলা বাড়লে গরম আরও বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।