West Bengal Weather Update: মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, পরক্ষণে আবার ভ্যাপসা গরম। গরম থেকে এখনও রেহাই মিলল না দক্ষিণবঙ্গবাসীর। বেলা বাড়লে ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনও পরিবর্তন থাকবে না। তবে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহারে। এর ফলে উত্তরবঙ্গে কিছুটা প্রভাব পড়তে চলেছে। কিন্তু দক্ষিণবঙ্গে কোনও প্রভাব পড়বে না। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১০ এবং ১১ অগাস্ট সামান্য বৃষ্টি কমবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ১২ থেকে ১৩ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১২ থেকে ১৩ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দু'এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভবনা আছে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি চলছে ২৯ শতাংশ। কলকাতায় ৪০% মতো ঘাটতি রয়েছে।