Rain to Continue: সরছে নিম্নচাপ, বৃষ্টি বিদায় এখনই নয়, আরও ৪ দিন ভিজবে এই জেলাগুলি

নিম্নচাপ সরেছে অনেকটাই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে। তবে এর পরোক্ষ প্রভাব এখনও পড়বে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে।

Advertisement
সরছে নিম্নচাপ, বৃষ্টি বিদায় এখনই নয়, আরও ৪ দিন ভিজবে এই জেলাগুলি আবহাওয়ার খবর, PTI
হাইলাইটস
  • নিম্নচাপ সরেছে অনেকটাই
  • উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে
  • তবে এর পরোক্ষ প্রভাব এখনও পড়বে

West Bengal Weather Update: নিম্নচাপ সরেছে অনেকটাই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে। তবে এর পরোক্ষ প্রভাব এখনও পড়বে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে।

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে ভিজছে দক্ষিণবঙ্গ। আগামী দু'দিনে ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে যাবে এই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে সোমবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। 

দক্ষিণবঙ্গে ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে বৃষ্টির পরিমাণ আরও কমবে। নিম্নচাপের জন্য ২১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আগামী ২৩ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ থাকবে মাঝেমধ্যে বৃষ্টি হবে। ফলে তাপমাত্রাও কম থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে।

POST A COMMENT
Advertisement