scorecardresearch
 
Advertisement

Bandel Station Closed: বন্ধ ব্যান্ডেল-শক্তিগড় শাখা, একগুচ্ছ ট্রেনে বাতিল, কী বলছেন যাত্রীরা?

Bandel Station Closed: বন্ধ ব্যান্ডেল-শক্তিগড় শাখা, একগুচ্ছ ট্রেনে বাতিল, কী বলছেন যাত্রীরা?

শুক্রবার দুপুর ৩ টে থেকে ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল স্টেশন। নন ইন্টারলকিং কাজের জন্য সোমবার বেলা ৩ টে বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। টানা ৭২ ঘণ্টা ব্যান্ডেল জংশন স্টেশন বন্ধ থাকার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হবে নিত্যযাত্রীদের। ভারতীয় রেলের তরফে দুঃখ প্রকাশ করা হলেও, দুর্ভোগে নাজেহাল নিত্যযাত্রীরা। বাতিল করা হচ্ছে একের পর এক লোকাল ট্রেন, মেল ও প্রায় ৪০ জোড়া এক্সপ্রেস ট্রেন। হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে থার্ড লাইন তৈরির প্রস্তুতি চলছে প্রায় ২ সপ্তাহ ধরে। সেই কাজেরই অন্তিম পর্বে ব্যান্ডেল জংশন বন্ধ রেখে নন ইন্টারলকিং কাজ হবে।

Bandel Station will be Closed from 3 pm Today

Advertisement