এ প্রদীপ জ্বলে না,এই প্রদীপ গোটাটাই খাওয়া যায়!কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে এই প্রদীপ মিষ্টি ও তিলক মিষ্টি তৈরি করেছে মেদিনীপুরের এক মিষ্টির দোকান। এই তিলক ও মিষ্টি প্লেটে পরিবেশন করে ভাইকে উপহার দেওয়া যাবে। প্রতিবছরই এই দোকান মিষ্টির ক্ষেত্রে এক নতুনত্ব স্বাদ আনে মেদিনীপুরের মানুষজনের জন্য। এবারও তার ব্যতিক্রম নেই। ভাইফোঁটা উপলক্ষে প্রদীপ সন্দেশ, তিলক সন্দেশের পাশাপাশি রয়েছে গোলাপ কেশর রাবড়ি, নবদ্বীপের ক্ষীরদই এবং মাখা সন্দেশ।