বর্ধমানে তৃণমূল কর্মীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় মূল অভিযুক্ত ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সির বসির আহমেদ ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। অথচ তিনি পুলিশের কাছে অধরা। আজ মৃতার দুই বোনের সঙ্গে দেখা করে সঠিক তদন্তের আশ্বাস দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন অপরাধ প্রমাণিত হলে যেই হোক তারা সাজা হবে। দোসরা মার্চ ভোটের ফলাফল ঘোষণার দিনই ঝুলন্ত অবস্থায় মেলে তুহিনা খাতুনের মৃতদেহ। এরপরই এই মৃত্যুর জন্য অভিযোগের আঙুল ওঠে শেখ বসির আহমেদ ওরফে বাদশার দিকে। অভিযোগ মানসিক অত্যাচারের জন্যই তুহিনা আত্মহত্যা করেন। রবিবার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মৃতার দুই দিদিকে ডেকে পাঠান। তাদের আশ্বাস দেন অপরাধীর সঠিক সাজা হবে। তবে দলীয় কোন্দলের ব্যাপারটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, এটা পাড়াগত ঝামেলা।
Burdwan TMC Leader Rabindranath Chattopaddhay's Reaction on Tuhina Khatun Death Case