scorecardresearch
 
Advertisement

VIDEO : সম্প্রীতির অনন্য নজির মালদার সীমান্তবর্তী গ্রামে

VIDEO : সম্প্রীতির অনন্য নজির মালদার সীমান্তবর্তী গ্রামে

মুসলিম মহিলা শেফালী বেওয়ার পাওয়া স্বপ্নাদেশ অনুসারে, দীর্ঘ ৩৫ বছর ধরে নিষ্ঠা আর নিয়ম মেনে হচ্ছে কালীপুজো । হিন্দু অধ্যুষিত এই গ্রামের কাঠামো তৈরি, মন্দির পরিষ্কার থেকে পুজোর জোগাড় আয়োজন সমস্তই করেন গ্রামের একমাত্র মুসলিম পরিবারের কর্ত্রী শেফালী বেওয়া। চারিদিকে বিদ্বেষ, হানাহানি মধ্যে এই গ্রামের দীর্ঘদিন ধরে চলা বহমান সম্প্রীতি, ভালোবাসা এবং মানুষের মানুষের মিশে থাকার এই অনন্য নজির এখন মালদার আলোচ্য বিষয়।

A unique example of harmony is in the border village of Malda

Advertisement