scorecardresearch
 
Advertisement

Passengers Protested by Blocking Local Train: লোকাল দেরিতে কেন? তালান্ডুতে ২ ঘণ্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ যাত্রীদের

Passengers Protested by Blocking Local Train: লোকাল দেরিতে কেন? তালান্ডুতে ২ ঘণ্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ যাত্রীদের

লোকাল ট্রেনে দেরিতে আসায় প্রায় দুই ঘণ্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ যাত্রীদের। শুক্রবার হাওড়া বর্ধমান মেন লাইন শাখার তালান্ডু স্টেশনে লোকাল ট্রেন আসতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ডাউন বর্ধমান হাওড়া লোকাল থামিয়ে বিক্ষোভ শুরু করেন। নিয়মিত যাত্রীদের অভিযোগ, ট্রেনটি প্রতিদিনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসে। যার জেরে সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন না তারা। আজও সেই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটায়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে জিআরপি ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঠিক রেল চলাচলের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত থাকার পর বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।

Passengers Protested by Blocking Local Train at Talandu Station

Advertisement