scorecardresearch
 
Advertisement

Malda Juari Mela: রীতি মেনে মেলায় মহিলারা খেলেন জুয়া, বিতরণ হয় বিশেষ মিষ্টি 'লেউড়ি'

Malda Juari Mela: রীতি মেনে মেলায় মহিলারা খেলেন জুয়া, বিতরণ হয় বিশেষ মিষ্টি 'লেউড়ি'

মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে বসেছে জমজমাট জুয়ারী মেলা। লেউড়ির মেলা বলেও বিখ্যাত এই মেলা। বিশেষ ধরণের মিষ্টি এই লেউড়ি শুধু এই মেলাতেই পাওয়া যায়। মেলায় আগতরা জানিয়েছেন, বেহুলা-লখিন্দরকে কেন্দ্র করে প্রতিবছর মূলা ষষ্ঠী উপলক্ষে বসে জমজমাট এই মেলা। পাশাপাশি, রীতি মেনে মহিলারাও জুয়া খেলেন এই মেলায়। এদিন সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী পুজো করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন। সকাল থেকে শুরু হয় মেলা সন্ধ্যা নামতেই শেষ হয় মেলাও।

Malda Juari Mela

Advertisement