scorecardresearch
 
Advertisement

Nilgai Found in Malda: আবার মালদায় নীলগাই, UP-মহারাষ্ট্রের জঙ্গলের জন্তু কীভাবে বাংলায়? প্রশ্ন

Nilgai Found in Malda: আবার মালদায় নীলগাই, UP-মহারাষ্ট্রের জঙ্গলের জন্তু কীভাবে বাংলায়? প্রশ্ন

মালদায় ফের দেখা মিলল নীলগাইয়ে। আজ অর্থাত্‍ শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় হঠাৎ ঢুকে পড়ে একটি নীলগাই। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। নীলগাই এক ধরনের বন্যপ্রাণী, যা মূলত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে দেখা যায়। বাংলায় সাধারণত এই প্রাণীর দেখা মেলে না। স্থানীয় সূত্রে খবর, কিছু মানুষ ওই নীলগাইটিকে মারার জন্য তাড়া করলে সেটি একটি পুকুরে পড়ে যায়। পরে কয়েকজন তাকে উদ্ধার করে। পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদফতরকে। এটিকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকর্মীদের।

Again A Nilgai Found in Malda

Advertisement