scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ফের U-turn ইমরানের, কাশ্মীরে ৩৭০ ধারা বহালের শর্ত

modi
  • 1/7

মনে করা হচ্ছিল ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। গত ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রতিবেশী দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে চিঠি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাতে পাকিস্তানের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখার কথআই ছিল  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ঠে। 
 

imran
  • 2/7

এর পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক চেয়ে মোদীকে চিঠি দিয়েছিলেন ইমরান খান।ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তানও, জবাবী চিঠিতে জানিয়েছিলেন ইমরান।

kashmir
  • 3/7


কাশ্মীর ইস্যু উহ্য রেখেই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইস্তানবুলে ভারত-পাক দুই দেশের বিদেশমন্ত্রকের সাক্ষাতের পরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

Advertisement
imran
  • 4/7


এদিকে এক বছরের বেশি সময় ধরে স্তব্ধ থাকা  ভারত, পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক সম্প্রতি গতি পেয়েছিল। পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তান ভারত থেকে তুলো ও চিনি আমদানি করা শুরু করবে।পাক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল ভারতের বনিকমহল। তাঁদের মতে, এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতি পাবে।

modi
  • 5/7

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা লোপের পর ২০১৯ সালের অগস্ট থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সবরকমের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায়। তার আগে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ৪০ জন জওয়ানদের নৃশংস হত্যার পর ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমে চিড় ধরতে শুরু করে।তবে কাশ্মীরে বিশেষ মর্যাদা রদের পর দুই দেশের মধ্যে সম্পর্কে চরম তিক্ততার পরিবেশ সৃষ্টি হয়।

imran
  • 6/7

তবে গত বুধবারই ভারতের উপর থেকে বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সম্পূর্ণ উল্টোপথে হেঁটে ভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন  পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, দীর্ঘ আলোচনার পর পাক ক্যাবিনেট এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। যা নিয়ে ফের উত্তাল আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

kashmir
  • 7/7

এমতাবস্থায় স্বাভাবিক ভাবেই  ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ফের পারাপতনের সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল।এক অনুষ্ঠানে কথোপকথনের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান বলেন যে জম্মু ও কাশ্মীরে আবারও ৩৭০ ধারা প্রয়োগ না করা পর্যন্ত ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।
 

Advertisement