ভারতকে কোণঠাসা করতে চেষ্টা কসুর করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, তাঁর প্ল্যান ভেস্তে দিতে ভূ-রাজনীতির মঞ্চে তিন বড় চরিত্রের আগমন ঘটেছে- হাতি, ড্রাগন ও ভল্লুক। মানে ভারত, চিন এবং রাশিয়া।