অজগরের পেটে মিলল নিখোঁজ কৃষকের দেহ। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ঘটনার ভিডিও ভাইরাল। ২৬ ফুট লম্বা একটি দৈত্যাকার অজগরের পেট থেকে ৬৩ বছর বয়সী এক কৃষকের দেহ উদ্ধার হয়েছে। অজগরের পেট দেখে আচমকা অবাক হয়ে যান গ্রামবাসীরা। বুঝতেই পারেন সাংঘাতিক কোনও ঘটনা ঘটেছে। এরপরেই অজগরের পেট চিরে কৃষকের দলা পাকানো দেহ বের করা হয়।