'আমিও মরে গেলে ভালো হত!' ভারতের প্রত্যাঘাতে পরিবারের ১০ জনকে হারিয়ে দিশেহারা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। তার পরিবারের ১০ সদস্য মারা গিয়েছে। মৃত্যু হয়েছে ঘনিষ্ঠ ৪ সহযোগীর। জানা গিয়েছে, মৌলানা মাসুদ আজহারের দিদি এবং মৌলানা কশফের পুরো পরিবার মারা গিয়েছে। খতম মুফতি আবদুল রউফের নাতি-নাতনিও। নিহত বড় দিদি সাদিয়ার স্বামী এবং বড় মেয়ের ৪ সন্তান জখম। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু। শোকাহত আজহার জানান,'আমিও মরে গেলে ভালো হত...'