অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি! স্পষ্ট করে দিয়েছে ভারত। আর তার ইঙ্গিতও মিলল। পাকিস্তানের HQ-নাইন মিসাইল ডিফেন্স সিস্টেমে হামলা চালাল ভারতীয় ড্রোন। লাহোরে সেনা সদর দফতরে থাকা ৯টি মিসাইল ডিফেন্স সিস্টেম কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। যার অর্থ ভারতের মিসাইল ও যুদ্ধবিমানের কোনও হদিশই পাবে না ইসলামাবাদ। ঠেকানো যাবে না ভারতের প্রত্যাঘাত। একটি ভিডিওয় দেখা গিয়েছে, লাহোরে সাইরেন বাজছে। লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসছে। ভারত বিবৃতি দিয়ে জানিয়েছে, সকাল থেকে পাকিস্তানি ডিফেন্স রাডার ও সিস্টেমকে টার্গেট করা হয়েছিল। এ দেশে ১৫টি শহরে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। তা রুখে দিয়েছে ভারতের S-400 সুদর্শন চক্র।