চতুর্দিক থেকে সমস্যায় জর্জরিত হচ্ছে পাকিস্তান। বেলুচিস্তানে অস্থিতিশীলতার মাঝেই এবার রণক্ষেত্র সিন্ধপ্রদেশ। বিতর্কিত ছয়-খাল প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন সিন্ধের মানুষ। বিক্ষোভকারীরা নওশাহরো ফিরোজ জেলায় সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জরের বাসভবনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।