টেক্সাসের একটি রেস্তোরাঁয় মনের সুখে ফুড ভ্লগিংয়ে মজে ছিলেন ২ ইউটিউবার। থালার পর থালা সুস্বাদু খাবার সাজিয়ে বসে ফটোগ্রাফি করছিলেন তাঁরা। আচমকাই রেস্তোরাঁর কাচ ভেঙে ঢুকে পড়ল এক পেল্লায় গাড়ি। ছিটকে গেল খাবার। পণ্ড হল ফুড ব্লগিং। ভাইরাল সেই মুহূর্তের ভিডিও।