নাম মিস গলফ। প্রথমে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে ঘনিষ্ঠতা। পরে তাঁদের ব্ল্যাকমেল করে হাজার হাজার ডলার দাবি! তাইল্যান্ডে আলোড়ন ফেলে দিয়েছে এই যৌন কেলেঙ্কারি। এখনও পর্যন্ত ৯ বৌদ্ধ ভিক্ষুকে মঠ থেকে বের করে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে উইলাওয়ান এমসাওয়াত ওই মহিলাকে।